15878

05/01/2025 বিশ্বকাপের শুরু না হতেই সাকিবকে নিয়ে বড় ধাক্কা

বিশ্বকাপের শুরু না হতেই সাকিবকে নিয়ে বড় ধাক্কা

রাজ টাইমস ডেস্ক :

২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:১৭

বিশ্বকাপ শুরু না হতেই সাকিব আল হাসানকে নিয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল।তাকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ফুটবল নিয়ে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক।এ কারণে প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি।

সাকিবের জায়গায় অধিনায়কত্ব করছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। যদিও সাকিবের চোট নিয়ে টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তার চোট কতখানি গুরুতর সেটিও জানায়নি বিসিবি।

এদিকে সাকিব ছাড়াও আজকের ম্যাচে নেই নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা। তাদেরকে বিশ্রামে রাখা হয়েছে। তবে প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকলেও দলের প্রয়োজনে যেকোনো সময় ব্যাটিং-বোলিং করতে পারবেন ক্রিকেটাররা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]