15917

05/10/2025 তুরস্কে সংসদ ভবনের কাছে আত্মঘাতী বোমা হামলা

তুরস্কে সংসদ ভবনের কাছে আত্মঘাতী বোমা হামলা

রাজ টাইমস ডেস্ক :

১ অক্টোবর ২০২৩ ১৫:৫০

তুরস্কের রাজধানী আঙ্কারায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। রববার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেছেন, মন্ত্রণালয়ের ভবনের সামনে বিস্ফোরণের জন্য দুই হামলাকারী দায়ী। এর মধ্যে একজন নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। আরেকজনকে নিরস্ত্র করা হয়েছে।

এতে দুইজন পুলিশ আহত হয়েছে বলে জানান তিনি।

বিবিসি বলছে, পার্লামেন্টের অধিবেশনের কয়েক ঘণ্টা আগে এই বিস্ফোরণ ঘটে। হামলাকারী কারা ছিল তা এখনও স্পষ্ট নয়। এছাড়া কেউই এখনও হামলার দায় স্বীকার করেনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]