15921

10/30/2025 ৪১ মাসের মধ্যে প্রবাসী আয় সর্বনিম্ন

৪১ মাসের মধ্যে প্রবাসী আয় সর্বনিম্ন

রাজ টাইমস ডেস্ক :

১ অক্টোবর ২০২৩ ২০:১১

গত ৪১ মাসে সর্বনিম্ন প্রবাসী আয় দেশে এসেছে সেপ্টেম্বর মাসে। প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের শেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অভিবাসী শ্রমিকরা ১.৩৪ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

টানা তৃতীয় মাসের মতো বাংলাদেশের প্রবাসী আয় কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের চেয়ে রেমিট্যান্স ১৩ শতাংশ কমেছে।

গত জুলাই ও আগস্টে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ১.৯৭ বিলিয়ন ডলার এবং ১.৫৯ বিলিয়ন ডলার। আর জুনের রেমিট্যান্স ছিল ২.১ বিলিয়ন ডলার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]