15955

05/10/2025 বিএনপির রোডমার্চে বৃষ্টিতে ভোগান্তি

বিএনপির রোডমার্চে বৃষ্টিতে ভোগান্তি

রাজ টাইমস

৩ অক্টোবর ২০২৩ ১৭:১৭

এক দফা দাবি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুর বিভাগীয় রোডমার্চে অংশ নিতে আসা নেতাকর্মীদের বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোডমার্চে অংশ নিতে মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকেই ফরিদপুরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।

বেলা ১১টার পর থেকে বৃষ্টি শুরু হলে ভোগান্তি পোহাতে হচ্ছে নেতাকর্মীদের। আশপাশের বিভিন্ন দোকান ও ভবনের নিচে অবস্থান নিয়েছেন তারা।

এদিকে বৃষ্টিতে ভিজেই নেতাকর্মীরা মোটরসাইকেল ও পিকআপ নিয়ে রোডমার্চ সফল করতে সড়কে অবস্থান করছেন।

মধুখালী উপজেলা থেকে আসা ছাত্রদল নেতা আশরাফ হোসেন বলেন, ‘আমরা মোটরসাইকেল নিয়ে এসেছি। বৃষ্টিতে ভিজে গেছি। তারপরও রোডমার্চ সফল করতে এইটুকু ভিজলে কিছু হবে না।’

বিএনপি কর্মী সালাম বলেন, ‘রাজপথে নেমেছি, বৃষ্টিতে ভিজলে কিছু হবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড়ে পথসভা শেষ করে বসন্তপুর এলাকায় পথসভায় বক্তব্য দেবেন নেতারা।

এর পর ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।

ফরিদপুরের পথসভার মঞ্চে উপস্থিত আছেন সাবেক এমপি শাহ মো. আবু জাফর, জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের হলরুমে রোডমার্চ উপলক্ষে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন রোডমার্চের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার বেলা ১১টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে পথসভার মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। এর পর বসন্তপুর , ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে, তালমার মোড়ে পথসভা শেষে মাদারীপুরের মোস্তফাপুর, গোপালগঞ্জের বড়ইতলা পথসভা শেষে শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে রোডমার্চ।

আরও জানানো হয়, রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে শুরু হওয়া রোডমার্চ শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। ৫টি জেলার ৭টি স্পটে পথসভা অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]