16001

05/01/2025 মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে পলিসি রেট বাড়িয়ে ৭.২৫ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক

রাজ টাইমস ডেস্ক :

৫ অক্টোবর ২০২৩ ১০:২৪

মুদ্রাস্ফীতির চাপ সামলাতে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে সাত দশমিক ২৫ শতাংশ করেছে।

গতকাল বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির ৬০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, রাতারাতি রেপো পলিসির সুদের হার বিদ্যমান ছয় দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

এছাড়া পলিসি ইন্টারেস্ট করিডোর ক্যাপ স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএসএফ) হার বিদ্যমান আট দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বেড়ে নয় দশমিক ২৫ শতাংশ এবং পলিসি ইন্টারেস্ট করিডোর ফ্লোর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার বিদ্যমান চার দশমিক ৫০ শতাংশ থেকে ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পয়েন্ট বাড়িয়ে তা পুনঃনির্ধারণ করা হয় পাঁচ দশমিক ২৫ শতাংশে।

সূত্র : ইউএনবি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]