1606

04/29/2025 অবৈধ ও নকল হ্যান্ডসেটে কাজ করবে না সিম

অবৈধ ও নকল হ্যান্ডসেটে কাজ করবে না সিম

রাজটাইমস ডেস্ক

২৮ অক্টোবর ২০২০ ১৬:৪১

দেশে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটের দৌরাত্ম্য কমাতে সচেষ্ট হচ্ছে সরকার। এসব হ্যান্ডসেটের ব্যবহার রোধে কঠোর অবস্থানে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আগামী বছরের শুরু থেকেই এ ব্যবস্থা কার্যকর হবে।

এসব অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থার দিকে এগুচ্ছে বিটিআরসি। প্রতিষ্ঠানটি জানায়, নতুন এ প্রযুক্তি চালু হলে গ্রাহকের হাতে থাকা এসব হ্যান্ডসেটে কোনো অপারেটরের সিম-ই চলবে না। বৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) প্রযুক্তি সরবরাহ ও পরিচালনার দরপত্র প্রক্রিয়া প্রায় শেষের দিকে। চলতি বছরের আগস্ট পর্যন্ত মোট ১১ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৭৬৩টি আইএমইআই নম্বর ডেটাবেজে যুক্ত করা হয়েছে।

এই প্রক্রিয়াটি কার্যকর করতে দেশের মোবাইল ফোন আমদানিকারক, অপারেটর ও দেশে হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য নিয়ে এ ডেটাবেজ তৈরি করা হয়েছে। বর্তমানে ‘কেওয়াইডি’ লিখে স্পেস দিয়ে হ্যান্ডসেটের আইএমইআই নম্বরটি ১৬০০২ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা হ্যান্ডসেট কেনার আগে সেটি আসল কি না, যাচাই করে নিতে পারছেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]