05/01/2025 রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বোঞ্জ জিতলো বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক :
৭ অক্টোবর ২০২৩ ১৪:০৮
রুদ্ধশ্বাস ম্যাচে স্বস্তির জয় পেল বাংলাদেশ। উত্তেজনায় ঠাঁসা কিছু মুহূর্ত উপহার দিয়ে শেষ হেসেছে টাইগাররা। এশিয়ান গেমসে পাকিস্তান দলকে ৬ উইকেটে হারিয়েছে তারা। সেই সাথে নিশ্চিত করেছে বোঞ্জ পদক।
স্বর্ণ জয়ের প্রত্যয় নিয়েই এশিয়ান গেমসে পা রেখেছিল বাংলাদেশ। যদিও সেই প্রত্যাশা পূরণ হয়নি, ফাইনালেই উঠা হয়নি টাইগারদের। তবে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না, বোঞ্জ জিতে দেশে ফিরছে তারা। তবে এই জয় মোটেও সহজ ছিল না।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা কমে আসে ৫ ওভারে। যেখানে ১ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৪৮ রান। বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান। যেখানে শেষ ওভারে বাংলাদেশকে করতে হতো ২০ রান। শেষ বলে এসে এই সমীকরণ মেলান ইয়াসির আলি।
আগের দিন ভারতের কাছে হেরে স্বর্ণ জয়ের সুযোগ হারায় বাংলাদেশ। আজ শনিবার বোঞ্জ জয়ের আসায় মাঠে নামে আফিফ-ইয়াসিররা।
পাকিস্তানের বিপক্ষে চীনের হ্যাংজুতে এই ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর। ওভার কমে ম্যাচের দৈর্ঘ্য হয় ৫ ওভারের। ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পদক পেতো পাকিস্তান।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৫ ওভারে পাকিস্তান করে ১ উইকেট ৪৮ রান। তাহির বেগ ১৮ বলে করেন ৩২* রান। খুশদিল শাহ ১০ বলে করেন ১৪। বাংলাদেশের জন্য লক্ষ্য ঠিক হয় ৫ ওভারে ৬৫। তবে বাংলাদেশ ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি আসে। দেড় ঘণ্টা পর ফের খেলা শুরু হয়।
প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। খালি হাতে ফেরেন ওপেনার জাকির হাসান ও অধিনায়ক সাইফ হাসান। তবে সেখান থেকে ২১ বলে ৪৪ রানের জুটি গড়েন আফিফ হোসেন ও ইয়াসির রাব্বি। ১১ বলে ২০ রান করে আফিফ আউট হলে ভাঙে জুটি।
তখনো জয়ের জন্য প্রয়োজন ৬ বলে ২০ রান। প্রথম ৪ বলে ২ ছক্কায় রাব্বি নিয়ে নেন ১৬ রান। কিন্তু পঞ্চম বলে আউট হয়ে যান তিনি, তার ব্যাটে আসে ১৬ বলে ৩৪ রান করে। শেষ বলে তখন প্রয়োজন ছিল ৪ রান।
মাঠে এসে রাকিবুল হাসান প্রথম বলেই মিড উইকেট দিয়ে চার মেরে নিশ্চিত করেন বাংলাদেশের অসাধারণ এক জয়। নিশ্চিত করেন বাংলাদেশের বোঞ্জ পদকও।