1607

04/29/2025 করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

রাজটাইমস ডেস্ক

২৮ অক্টোবর ২০২০ ১৭:২৫

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে আক্রান্ত হয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।  বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার এ খবর দিয়েছে। খবর স্কাই স্পোর্টসের।

আগামী ১০ দিন তিনি কোয়ারেন্টিনে থাকবেন। বর্তমানে ৫০ বছর বয়স্ক ইনফান্তিনোর করোনার মৃদু উপসর্গ রয়েছে। গত কয়েক দিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও আইসোলেশনে থাকার অনুরোধ জানানো হয়েছে। ফিফা ইনফান্তিনোর দ্রুত আরোগ্য কামনা করেছে।

সর্বশেষ তাকে দেখা যায় গত ১৬ অক্টোবর ফিফার একটি সামিটের শেষ দিন। ভিডিওর মাধ্যমে সবাই যোগ দেন ওই সামিটে।  

প্রসঙ্গত, চীনের উহান থেকে জন্ম নেয়া প্রাণঘাতী এই মহামারী বিশ্বময় বিস্তার ঘটিয়েছে। ফুটবলেও থাবা বসিয়েছে এটি। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ারেন্টিনে থাকা পর্তুগিজ তারকা পর্তুগালের হয়ে খেলতে গিয়ে কোভিড-১৯ পজিটিভ হন। ফুটবলে সবশেষ বড় নাম হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদিনহো। ব্রাজিলিয়ান কিংবদন্তি এখন কোয়ারেন্টিনে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]