16074

12/26/2025 তামিমকে ভুলেননি ভক্তরা

তামিমকে ভুলেননি ভক্তরা

রাজ টাইমস

৭ অক্টোবর ২০২৩ ১৯:২০

ভারতে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এই বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তিনি দলে না থাকায় ক্রিকেট পাড়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনা নিয়ে এক ভিডিও বার্তায় তামিম বলেছিলেন 'আমাকে মনে রাইখেন ভুলে যাইয়েন না।'

শনিবার (৭ অক্টোবর) ধর্মশালায় নিজেদের প্রথম আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে না থেকেও ছিলেন তামিম। এই ম্যাচেও দর্শকদের মাঝে দেখা গিয়েছে তামিমের প্রতি ভালবাসা।

ভক্তরা তামিমের কথা রেখেছেন। তাকে ভুলেননি ভক্তরা। গ্যালারিতে তামিম ভক্তদের দেখা গিয়েছে ব্যানার হাতে। ব্যানারে লেখা ছিল, 'আমরা আপনাকে কখনো ভুলবোনা তামিম।'

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]