16271

05/01/2025 ভারত ম্যাচের আগে বাংলাদেশকে খোঁচা দিয়ে স্টার স্পোর্টসের বিজ্ঞাপন

ভারত ম্যাচের আগে বাংলাদেশকে খোঁচা দিয়ে স্টার স্পোর্টসের বিজ্ঞাপন

রাজ টাইমস ডেস্ক :

১৬ অক্টোবর ২০২৩ ১৪:১৯

জয় দিয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে টানা হেরেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনেতে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। সাম্প্রতিক সময়ে বেশ উত্তাপ ছড়ায় এই দুই দলের লড়াই।

এই ম্যাচ ঘিরে এবার যেন বিতর্ক উস্কে দিল বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ম্যাচের আগে বরাবরের মতোই বিশেষ একটি বিজ্ঞাপন তৈরি করেছে তারা। যেখানে বাংলাদেশকে খোঁচা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৫ বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের আগে স্টার স্পোর্টস 'মওকা মওকা' বিজ্ঞাপনচিত্র তৈরি করেছিল। যা বেশ আলোচিত ও সমালোচিত হয়েছিল।

এবারও ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন তৈরি করেছে স্টার স্পোর্টস। শুরুতে দেখানো হয়েছে ভারতীয় ব্যাটার বিরাট কোহলিকে। ব্যাটিং স্ট্যান্স নিয়ে দাঁড়ানো তিনি। এরপরেই হাজির হয়েছেন বাংলাদেশের জার্সি পরা এক সমর্থক। বাংলাদেশ ক্রিকেটে জনপ্রিয় হয়ে ওঠা 'নাগিন ড্যান্স' দিতে দেখা যায় সেই সমর্থককে। এ সময় ভারতের জার্সি পরা দুইজন সমর্থককে দেখা যায় তার দুইপাশে। বাংলাদেশের সেই সমর্থক ব্যক্তি হিন্দিতে বলেন, আমরা ভারতের মাটিতে ভারতকে হারাবো।

এরপর ভারতীয় এক সমর্থক বীণ বাজানোর অভিনয় করেন। যা বাংলাদেশের সমর্থক শুনতে পাননি। পাশ থেকে আরেকজন জানান, এটা মূলত বিজয়ের সুর। যেটা বাংলাদেশ ভারতের মাটিতে কখনই শোনেনি, এবারও শুনতে পাবে না। এরপরেই কোহলির একটি কাভার ড্রাইভ এসে আঘাত করে বাংলাদেশের সমর্থকের গায়ে। আর পর্দায় লেখা ভেসে ওঠে- নাগিন ডান্স? কোনো সুযোগই নেই।

বিজ্ঞাপনের পরেই কমেন্টবক্সে রীতিমত কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন দুই দেশের ক্রিকেট সমর্থকরা। অনেকেই ভারতকে সদ্য সমাপ্ত এশিয়া কাপের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আলোচনায় আসছে দুই দলের শেষ দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]