16295

07/05/2025 হামাসের নিন্দা না করায় রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘে

হামাসের নিন্দা না করায় রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান জাতিসংঘে

রাজ টাইমস ডেস্ক :

১৭ অক্টোবর ২০২৩ ১৫:৪৫

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব করেছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। কিন্তু হামাসের নিন্দা না করায় সোমবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

রাশিয়ার ওই খসড়া প্রস্তাবটি পাস হওয়ার জন্য পর্যাপ্ত ভোট পায়নি। প্রস্তাবটি পক্ষে ভোট দিয়েছে পাঁচ সদস্য এবং বিপক্ষে চার সদস্য। প্রস্তাবে ভোটদানে বিরত ছিল আরও ছয় সদস্য।

ইসরায়েলে হামলার জন্য হামাসের নিন্দা করা হয়নি রাশিয়ার প্রস্তাবে, এই যুক্তিতে বিপক্ষে ভোট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স। প্রস্তাব পাসের জন্য দরকার ছিল ৯টি ভোট।

মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড মার্কিন ভোটের বৈধতা প্রসঙ্গে বলেন, ‘হামাসের নিন্দা না করে রাশিয়া একটি সন্ত্রাসী গোষ্ঠীকে আড়াল করছে যেটি নিরীহ বেসামরিকদের ওপর নৃশংসতা চালিয়েছে। এটি আপত্তিজনক, এটি ভণ্ডামি এবং এটি অমার্জনীয়।’

জাতিসংঘে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি বারবারা উডওয়ার্ড বলেছেন, ‘আমরা এমন একটি প্রস্তাব সমর্থন করতে পারি না যা হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করতে ব্যর্থ হয়।’

জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নিকোলাস দে রিভিয়ের বলেছেন, রাশিয়ার খসড়া প্রস্তাবে বেশ কিছু প্রয়োজনীয় উপাদানের অভাব ছিল এবং এর পরিবর্তে কাউন্সিলকে ব্রাজিলের রাষ্ট্রপতির প্রস্তাবিত খসড়ায় ঐক্যবদ্ধ হতে এবং এই সন্ত্রাসী হামলার নিন্দা করতে, মানবিক সহায়তা নিশ্চিত করতে এবং সম্মত হতে সম্মত হন, গাজার বেসামরিক জনগণকে রক্ষা করুন।’

ভ্যাসিলি নেবেনজিয়া দাবি করেছেন, পশ্চিমা ব্লকের স্বার্থপর অভিপ্রায়ের কারণে প্রস্তাবটি গৃহীত হতে ব্যর্থ হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]