05/01/2025 টস হেরে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
রাজ টাইমস
১৮ অক্টোবর ২০২৩ ১৪:৫৮
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। বুধবার (১৮ অক্টোবর) চেন্নায়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।
বিশ্বকাপে বেশ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচে টানা তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে আছে কিউরা। আফগানদের বিপক্ষেও জয় পেতে চায় তারা। ইনজুরির কারণে আবারও মাঠের বাইরে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন উইল ইয়োং।
অপরদিকে, হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল আফগানিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয় পেয়েছে আফগানিস্তান। ইংলিশদের হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে আফগানরা। অপরিবর্তিত একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে আফগানিস্তান।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়োং, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), রাচিন রাভিন্দ্রা, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক ও ফজল হক ফারুকী।