16326

05/17/2024 দিনাজপুর পৌরমেয়রের আত্মসমর্পণ, অতপর জেল হাজতে

দিনাজপুর পৌরমেয়রের আত্মসমর্পণ, অতপর জেল হাজতে

রাজ টাইমস

১৮ অক্টোবর ২০২৩ ১৫:০৫

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আজ বুধবার দিনাজপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জুলফিকার উল্লা’র আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারপতি এনায়েতুর রহিম সর্ম্পকে কুটুক্তি করায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ১২ অক্টোবর এক মাসের কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেন। আদেশে তাকে ৭ দিনের মধ্যে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হওয়ার কথা বলা হয় অন্যথায় গ্রেফতার। তার আগে তিনি সুপ্রিমকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন।

আজ তার আদালতে হাজির হওয়ার খবরে পুলিশ প্রশাসন আদালতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেন। সকাল ১০ টার দিকে জেলরোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিল করে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হোন। জেলা আইনজীবি সমিতির সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর আদালতে প্রবেশ করেন। ১৫ মিনিটের শুনানী শেষে বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন। আগে থেকেই প্রস্তুত আসামী পরিবহনের গাড়ীতে তুলে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]