05/01/2025 আফগানিস্তানকে হারিয়ে জয়রথ চলছে নিউজিল্যান্ডের
রাজ টাইমস ডেস্ক :
১৮ অক্টোবর ২০২৩ ২২:৪৫
বিশ্বকাপে টানা তিন ম্যাচে টানা তিন জয়ের দেখা পেয়েছিল নিউজিল্যান্ড। নিজেদের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে কিউইরা। আফগানদের ১৪৯ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো বর্তমান রানার-আপরা।
বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। প্রথমে ব্যাট করে উইল ইয়োং, টম লাথাম ও গ্লেন ফিলিপসের ব্যাটে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
২৮৯ রানের টার্গেট ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলীয় ৪৩ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় তারা।
এরপর রহমত শাহ ও আজমতুল্লাহ ওমরজাই মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৯৭ রানে ৩২ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান ওমরজাই।
ওমরজাইয়ের বিদায়ের পর পরই ৬২ বলে ৩৬ রান করে আউট হন রহমত। এই দুই ব্যাটারের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৪ ওভার ৪ বলে ১৩৯ রানে অলআউট হয় আফগানিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন নেন ৩টি করে উইকেট।