16345

05/01/2025 মুখোমুখি ভারত-বাংলাদেশ : কী বলছে পরিসংখ্যান?

মুখোমুখি ভারত-বাংলাদেশ : কী বলছে পরিসংখ্যান?

রাজ টাইমস

১৯ অক্টোবর ২০২৩ ১০:৫৫

চলমান বিশ্বকাপে আফগানিস্তান ও নেদারল্যান্ডস থেকে আত্মবিশ্বাসের রসদ নিতে পারে বাংলাদেশ। দল দুইটি গত এক সপ্তাহে অঘটন ঘটিয়েছে দুটি। রশিদ খান, মুজিব উর রেহমান, মোহাম্মদ নবীদের আফগানিস্তান ধসিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডস থমকে দিয়েছে ‘চোকার্স’ খ্যাত দক্ষিণ আফ্রিকাকে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদরা কি পারবেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের ভারতকে ফের হারের লজ্জা দিতে?

আজ বৃহস্পতিবার পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। এ আগে দেখে নেওয়া যাক মাঠের লড়াইয়ে কী বলছে দুই দলের পরিসংখ্যান?

আজকের ম্যাচটি দুই দলের ৪১তম সাক্ষাৎ। আগের ৪০ লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছে ভারত। তাদের ৩১ জয়ের বিপরীতে বাংলাদেশের পক্ষে জয় এসেছে মাত্র ৮ বার। একটি ম্যাচ হয়েছে বাতিল। তবে সবশেষ ৪ দেখায় টাইগাররা জিতেছে ৩ ম্যাচে। ঘরের মাঠে গত নভেম্বরে সিরিজ জয়ের পাশাপাশি এশিয়া কাপেও জয় পেয়েছে টাইগাররা। ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত চারবার দেখা হয়েছে দুই দলের। তাতেও এগিয়ে ভারত। ২০০৭ সালে দুইদলের প্রথম সাক্ষাতেই কেবল জয় পায় টাইগাররা। এরপর থেকে বাকি তিন ম্যাচেই ছিল পরাজয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]