05/09/2025 রাশিয়াকে হামাসের সঙ্গে তুলনা বাইডেনের, যা বলল ক্রেমিলন
রাজ টাইমস
২০ অক্টোবর ২০২৩ ১৯:২০
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে হামাসের সঙ্গে তুলনা করে ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরাচারী’ আখ্যায়িত করেছেন।
এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আমাদের প্রেসিডেন্টের ব্যাপারে রুশ ফেডারেশন এ ধরনের কথা গ্রহণ করে না।
বৃহস্পতিবার ওভাল অফিস থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়া ও হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল ও ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। তারা (রাশিয়া ও হামাস) প্রতিবেশী দেশের গণতন্ত্রকে পুরোপুরি নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।
বাইডেন বলেন, আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো স্বৈরশাসকদের বিজয়ী হতে দিতে পারি না। আমি এটা হতে দিতে চাই না।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিতি পেসকভ এ বিষয়ে বলেন, বিভিন্ন দেশের দায়িত্বশীল নেতাদের এ ধরনের বাগাড়ম্বর খুব অনুপযুক্ত। আমাদের কাছে এটা গ্রহণযোগ্য হতে পারে না। পেসকভ বলেন, রাশিয়াকে ‘নিয়ন্ত্রণ’ করার মার্কিন প্রচেষ্টা অকার্যকর প্রমাণিত হবে।