16519

07/05/2025 ইসরাইলের হামলায় আল-জাজিরার সাংবাদিকের স্ত্রী-দুই সন্তান নিহত

ইসরাইলের হামলায় আল-জাজিরার সাংবাদিকের স্ত্রী-দুই সন্তান নিহত

রাজ টাইমস ডেস্ক :

২৬ অক্টোবর ২০২৩ ১২:০৫

গাজায় আল-জাজিরার এক সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তান ইসরাইলের বিমান হামলায় নিহত হয়েছে। তারা গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে এসে দক্ষিণে আশ্রয় নিয়েছিল।

ওয়ায়েল আল-দাহদুহ তার স্ত্রী আর ছেলে-মেয়ের লাশ নিয়েই সরাসরি সম্প্রচারে যোগ দেন।

আল-জাজিরা বলছে, তারা গাজা উপত্যকার নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল যেখানে ইসরাইলের বিমান হামলা চালায়।

প্রতিবেদক জানান, তারা ইসরাইলের নির্দেশনা মেনে গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলে চলে এসেছে।

এক বিবৃতিতে আল-জাজিরা জানায়, আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক আমাদের সহকর্মী ওয়ায়েল আল-দাহদুহ এর প্রতি সমবেদনা জানাচ্ছে যার পরিবার ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে।

বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি ইসরাইলি সামরিক বাহিনী।

সূত্র : বিবিসি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]