16585

05/10/2025 আগামীকাল সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

আগামীকাল সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাজ টাইমস ডেস্ক :

২৮ অক্টোবর ২০২৩ ১৮:২৩

আগামীকাল সারাদেশে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ বিকেলে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন।

আজ নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ হয়। এতে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এই ঘটনার পর আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি।

এ সময় ওবায়দুল কাদের হরতালের বিষয়ে বলেন, হরতাল এখন ভোঁতা অস্ত্র। এ অস্ত্রে কোনো কাজ হবে না। আমরা শান্তি চাই। এজন্য সারাদেশে আগামীকাল শান্তি সমাবেশ করব। বিএনপি খুনি ও সন্ত্রাসীদের দল। তারা আজকে তাদের পুরোনো চেহারায় ফিরে এসেছে। এদের বিরুদ্ধে খেলা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]