04/29/2025 নেতার নাম না থাকায় ব্যানার ছিঁড়ে নিলেন ছাত্রলীগ নেতা
রাজ টাইমস
২৯ অক্টোবর ২০২৩ ১৫:৫৭
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্র কমিটি গঠনের আলোচনার সভার ব্যানারে এক আওয়ামী লীগ নেতার নাম ছিল না। এই অনুযোগে তার অনুসারী ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মামুন রিটন সেটি ছিঁড়ে নিয়ে গেছেন।
শুক্রবার রাতে সান্তাহারের বশিপুর কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে বঙ্গবন্ধু, শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ছাড়াই সান্তাহার পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রসঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু বলেন, তেমন কোনো ঘটনা ঘটেনি; ছাত্রলীগের দুগ্র“পের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তাৎক্ষণিক মীমাংসা ও শান্তিপূর্ণভাবে আলোচনা সভা শেষ হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয় জানান, রিটন তার সংগঠনের কর্মী; তবে ব্যানার ছেঁড়ার কোনো ঘটনা ঘটেনি।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুব দুঃখজনক; এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ।