16640

05/10/2025 হোলি আর্টিজান মামলায় ৭ আসামির আমৃত্যু কারাদণ্ড

হোলি আর্টিজান মামলায় ৭ আসামির আমৃত্যু কারাদণ্ড

রাজ টাইমস ডেস্ক :

৩০ অক্টোবর ২০২৩ ১৩:৫৬

রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে উগ্রবাদী হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় ৭ উগ্রবাদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আব্দুস সবুর খান, রাকিবুল হাসান রিগ্যান, হাদিসুর রহমান, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ। খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

এর আগে গত ১১ অক্টোবর শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের আজকের দিন ধার্য করেন।

সাত বছর আগে হোলি আর্টিজান বেকারিতে উগ্রবাদীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও ১৭ জন বিদেশী নাগরিকসহ ২২ জন নিহত হন।

এ ঘটনায় করা মামলায় ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত রায় দেন। রায়ে নব্য জেএমবির সাত সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]