16664

05/01/2025 সব হারিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সব হারিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক :

৩১ অক্টোবর ২০২৩ ১২:৩৫

বিশ্বকাপে যা হারানোর সব হারিয়ে ফেলেছে বাংলাদেশ। এবার শুধুই লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্টে খেলতে হলে বিশ্বকাপের সেরা ৮ দলের মাঝে থাকতে হবে বাংলাদেশকে। সেই লক্ষ্যেই আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী।

ইডেন গার্ডেনে আজ মঙ্গলবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের সামনেই দাঁড়িয়ে কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ হলেও সম্ভাবনা বেঁচে আছে পাকিস্তানের, তবে কঠিন সমীকরণে দাঁড়িয়ে দলটা।

অথচ সেমিফাইনালে খেলার স্বপ্ন চোখে দেশ ছেড়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে বাড়িয়ে দিয়েছিল প্রত্যাশার পারদ। এরপর জানি কী হলো! শেষ পর্যন্ত হারতে হলো নেদারল্যান্ডসের কাছেও। টানা পাঁচ ম্যাচ হেরে সাকিবের দল এখন দশ দলের মাঝে আছে নয়ে।

বাংলাদেশের মতো জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। জিতেছিল দ্বিতীয় ম্যাচেও। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে আত্মসমর্পণ। এরপর যেন পাকিস্তান দলকে খুঁজেই পাওয়া যাচ্ছে না! হেরেছে টানা চার ম্যাচে।

এমতাবস্থায় বেশ কৌতুক চলছে ক্রিকেট পাড়ায়। দর্শকরা মজা করে বলছেন, দুই দলের মাঝে কোন দল বেশি ব্যর্থ; তা নিশ্চিত করতেই বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি হয়েছে।

যাহোক, মুখোমুখি দেখায় পাকিস্তান ঢের এগিয়ে বাংলাদেশ থেকে। ৩৮ বারের দেখায় ৩৩ বারেই জিতেছে পাকিস্তান। বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে। তবে আশার কথা হলো, শেষ ১০ দেখাতে ৪ জয় আছে বাংলাদেশের। যদিও শেষ দেখায় এশিয়া কাপে ৭ উইকেটের বড় হার সঙ্গী হয়েছে টাইগারদের।

দুই দলের দেখায় সর্বোচ্চ রান মোহাম্মদ ইউসুফের, ৮৯৩। তবে পরের দুটো নাম বাংলাদেশের। তামিম ইকবাল (৬৮৪) ও সাকিব আল হাসান (৬০৬)। মুশফিকুর রহিমের আছে ৫০৬ রান।

সর্বোচ্চ উইকেট ৩২টি শহিদ খান আফ্রিদির। উমর গুলের ২৯ ও সাকিব আল হাসানের আছে ২১ উইকেট। মাশরাফি বিন মুর্তজার আছে ২০ উইকেট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]