16688

05/09/2025 চীনের করা মানচিত্র থেকে ইসরায়েলের নাম বাদ

চীনের করা মানচিত্র থেকে ইসরায়েলের নাম বাদ

রাজ টাইমস ডেস্ক :

৩১ অক্টোবর ২০২৩ ১৮:৪৯

চীনের করা বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের নাম বাদ দেয়া হয়েছে। শীর্ষ দুই চীনা কোম্পানি বাইদু এবং আলিবাবা সোমবার মানচিত্রের যে অনলাইন সংস্করণে প্রকাশ করেছে, তাতে নেই ইসরায়েলের নাম। সর্বপ্রথম এই বিষয়টি খেয়াল করে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন সংবাদমাধ্যমের বরাতে দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,‘লুক্সেমবার্গের মতো ক্ষুদ্র দেশের নামও (চীনা মানচিত্রের অনলাইন সংস্করণে) দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোথাও ইসরায়েলের নাম নেই।’

যেখানে লুক্সেমবার্গের আয়তন মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আর ইসরায়েলের আয়তন ২২ হাজার ৭২ বর্গকিলোমিটার।

চীনের অনেক ইন্টারনেট ব্যবহারকারীও ব্যাপারটি লক্ষ্য করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করার পরও মানচিত্রের অনলাইন সংস্করণনটি একই রকম আছে। চীনের ভেতরেও এ ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

বৈশ্বিক মানচিত্রের অনলাইন সংস্করণ থেকে ইসরায়েলকে বাদ দিতে চীনের সরকারি পর্যায় থেকে কোনো নির্দেশ এসেছে কি না জানতে চাওয়া হয়েছিল বাইদু এবং আলিবাবা কর্তৃপক্ষের কাছে। তবে এ বিষয়ে মন্তব্য এড়িয়ে যায় দুই কোম্পানি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]