16696

05/11/2025 বাংলাদেশে সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে দেখছে যুক্তরাষ্ট্র

রাজ টাইমস ডেস্ক :

১ নভেম্বর ২০২৩ ১২:৪০

বাংলাদেশে সহিংসতার ঘটনাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা নির্বাচনের আগে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সহিংসতার ঘটনাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি।

স্থানীয় সময় মঙ্গলবার (৩১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে যা চায়, বাংলাদেশের জনগণও তাই চায়- শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সকল রাজনৈতিক দল, ভোটার, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমের।

তিনি আরও বলেন, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে, শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা এই আহ্বান অব্যাহত রাখবো।

মিলার বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিশ্বাস করি সংলাপ গুরুত্বপূর্ণ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]