16699

05/04/2025 বেতন বৃদ্ধির দাবিতে আজও উত্তাল মিরপুর

বেতন বৃদ্ধির দাবিতে আজও উত্তাল মিরপুর

রাজ টাইমস ডেস্ক :

১ নভেম্বর ২০২৩ ১২:৫০

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আজও উত্তাল মিরপুর।

বুধবার সকাল থেকেই তারা অবস্থান নেন মিরপুর ১০ নম্বর গোল চত্বরে। এর ফলে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছে।

এ সময় পোশাক শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে স্লোগান দেন। বন্ধ করে দেয়া হয় আশেপাশের দোকানপাট।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা আবারা আন্দোলনের নেমেছে। সকাল ৮টা থেকে আন্দোলন শুরু করেছে তারা।

বুধবার প্রথমে পূরবী সিনেমা হলের সামনে থেকে তারা যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর। সেখান থেকে যায় মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ডে আসে। এসব এলাকা থেকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের নামিয়ে নিয়ে আসে আন্দোলনকারীরা।

মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা বলেন, মিরপুরে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক আছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]