1671

04/29/2025 খেলার মাঠে ব্যাট ছুঁড়ে শাস্তির মুখোমুখি গেইল

খেলার মাঠে ব্যাট ছুঁড়ে শাস্তির মুখোমুখি গেইল

রাজটাইমস ডেস্ক

১ নভেম্বর ২০২০ ০১:২৫

খেলার মাঠে ব্যাট ছুঁড়ে মেরে শাস্তির মুখোমুখি হলেন ক্রিস গেইল। সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়ে এমন কান্ড করে বসেন এই উইন্ডিজ তারকা।

শুক্রবার (৩০ অক্টোবর) আইপিএলের ৫০তম ম্যাচে ৬৩ বলে ৬ বাউন্ডারি ও ৮ ছক্কার মারে ৯৯ রান করেছেন তিনি। সেঞ্চুরি মিস হল এক রানের জন্য।

গেইলের সেঞ্চুরির পথে বাঁধ সেধে বসলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার। ৯৯ রানের মাথায় আর্চারের বলে বোল্ড হয়ে যান গেইল।

মুহূর্তে জেগে উঠা তার মনের ক্ষোভ শারীরিক ভাষায় প্রকাশ পায়। ব্যাট মাটিতে আছড়ে ফেলেন তিনি। যা প্রায় ১৫ গজ দূরে গিয়ে পড়ে। যদিও তাকে আউট করা আর্চারের ওপর সেই ক্ষোভ প্রকাশ করেননি গেইল। সাজঘরে ফিরে যাওয়ার সময় আর্চারের সঙ্গে হাত মেলান গেইল।

গেইলের এমন আচরণ স্বাভাবিক ভাবে নেয়নি আইপিএল কর্তৃপক্ষ।টুর্নামেন্টের নীতিমালার ২.২ এর অধীনে লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে একে। 

এই ধরণের আচরণ পুনরাবৃত্তি না করার সতর্কতা জারি করে শাস্তি হিসেবে গেইলের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে রাখা হয়েছে বলে জানা গেছে।  শুধু তাই নয়; এমন আচরণ যেন দ্বিতীয়বার না করেন সেই সতর্কতাও দেয়া হয়েছে ক্যারিবীয় জায়ান্টকে।

  • এসএইচ

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]