05/09/2025 হামাসের গোপন সুরঙ্গ ধ্বংসের দাবি ইসরাইলের
রাজ টাইমস ডেস্ক :
৩ নভেম্বর ২০২৩ ১৯:৩৩
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গোপন সুরঙ্গ ধ্বংস করে দিয়েছে ইসরাইল। এমন দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর ইয়াহালোম ইউনিট এক অপারেশনের মাধ্যমে এ সুরঙ্গ ধ্বংস করে দেয়। খবর আল-জাজিরার।
এর আগে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলার দাবি করেছে ইসরাইলি বাহিনী। সেই সঙ্গে গাজায় সামরিক অভিযান আরও ‘জোরদার’ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে হামাসের দাবি, যোদ্ধারা ইসরাইলি সামরিক সরঞ্জাম ও সেনাদের বিরুদ্ধে ‘সফল অভিযান’ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি গাজা ইসরাইলের জন্য ‘অভিশাপ’ হয়ে দাঁড়াবে বলেও হুশিয়ারি দিয়েছে তারা।
ইসরাইলে মুখপাত্র ড্যানিয়েল হাগারির দাবি, সামরিক বাহিনী ‘হামাস ফাঁড়ি, সদর দপ্তর, লঞ্চ পজিশন এবং লঞ্চ অবকাঠামোতে আক্রমণ করছে’ এবং ‘মুখোমুখি লড়াইয়ে’ নিয়োজিত। তারা বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরে যেতে বলেছে।
প্রসঙ্গত, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ হাজার ২২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে তিন হাজার ৮২৬ জনই শিশু। পাশাপাশি নিহতদের মধ্যে দুই হাজার ৪০৫ জন নারীও রয়েছেন। এই সময়ে দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ হাজার ৫০০ ফিলিস্তিনি।