16790

05/01/2025 পাকিস্তানের বিপক্ষে ৮১ রানেই অলআউট বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৮১ রানেই অলআউট বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক :

৪ নভেম্বর ২০২৩ ১২:৪৮

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার টাইগ্রেসদের সামনে ওয়ানডের মিশন। বিসমাহ মারুফদের বিপক্ষে টি-টোয়েন্টির ইতিহাস গড়া সিরিজ জয়ের পর আজ প্রথম ওয়ানডেতে মাঠে নামেন বাংলার মেয়েরা।

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান স্পিনারদের ঘূর্ণিতে ৩২তম ওভারে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে যান স্বাগতিকরা।

আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মিরপুরে মাঠে নামে দুই দল। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের অষ্টম ওভারে ওপেনার শামিমা সুলতানা সাদিয়া ইকবালের ঘূর্ণিতে আটকা পড়েন।

দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারানো টাইগ্রেসরা ব্যাটিং পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েন। প্রথম দশ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার।

তবে এই দুজন মিলে মাত্র ১০ রান যোগ করতে পারেন। সাদিয়া ইকবালের বলে লেগ বি ফোরের শিকার হয়ে ১৪তম ওভারে মাত্র ২ রান করে সাজঘরে ফিরেন স্বর্ণা। পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক নিগারের সঙ্গে দলের হাল ধরেন ফাহিমা খাতুন।

কিন্তু পাকিস্তান অধিনায়ক বড় হতে যাওয়া এই জুটি ভাঙেন ২১তম ওভারে। এই ডানহাতি স্পিনারের ঘূর্ণিতে ৩২ বলে ১৩ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন জ্যোতি। দলীয় ৪৭ রানে টাইগ্রেস অধিনায়ক ফিরে গেলে আসা-যাওয়ার মিছিল শুরু হয় বাংলার মেয়েদের।

শেষ পর্যন্ত ৩১.৫ ওভারে পাকিস্তান স্পিনারদের ঘূর্ণিতে ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন সাদিয়া ইকবাল। ৩টি করে উইকেট নেন নিদা দার ও উম্মেহানি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]