16796

05/01/2025 রেকর্ড গড়া সেঞ্চুরি রাচিনের

রেকর্ড গড়া সেঞ্চুরি রাচিনের

রাজ টাইমস ডেস্ক :

৪ নভেম্বর ২০২৩ ১৮:২৬

নিজের অভিষেক বিশ্বকাপে নতুন এক রেকর্ড গড়লেন রাচিন রবীন্দ্র। তরুণ এই ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে করলেন অভিষেক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।

দিন পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরু থেকে পাকিস্তান বোলারদের উপর চড়াও হয় কিউই ব্যাটাররা। শুরু থেকে নিজের সাবলীল ব্যাটিংয়ে ৮৮ বলে সেঞ্চুরি পূরণ করেন রবীন্দ্র।

আর এই সেঞ্চুরির মাধ্যমে বিশ্বকাপের অভিষেক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রবীন্দ্র। এছাড়া মেগা এই টুর্নামেন্টে তার করা তৃতীয় শতক নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যেও সর্বোচ্চ। এর আগে কিউইদের ৬ ব্যাটার বিশ্বকাপে দুটি করে সেঞ্চুরি করেছিলেন।

এছাড়া সবচেয়ে কম বয়সে তিন সেঞ্চুরি পেয়েছেন রবীন্দ্র। আজ তার বয়স দাঁড়িয়েছে ২৩ বছর ৩৫১ দিনে। এর আগে সর্বনিম্ন ২২ বছর ৩১৩ ‍দিন বয়সে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]