16860

05/07/2025 বিরোধীদলীয় নেতাকর্মী গ্রেপ্তারে মার্কিন দূতাবাসের উদ্বেগ

বিরোধীদলীয় নেতাকর্মী গ্রেপ্তারে মার্কিন দূতাবাসের উদ্বেগ

রাজ টাইমস ডেস্ক :

৬ নভেম্বর ২০২৩ ১৫:১৩

বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধান এবং ইউরোপীয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বরেল।

সেই সাথে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করার পাশাপাশি অংশগ্রহণমূলক নির্বাচনের উপায় খুঁজে বের করার তাগিদও দিয়েছিলেন তিনি।

রোববার(০৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) জোসেফ বরেল লিখেছিলেনঃ

“বাংলাদেশে আট হাজারেরও বেশি বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করায় (আমি) উদ্বিগ্ন। সর্বক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক, অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করাটা গুরুত্বপূর্ণ।”

জোসেফ বরেলের উক্ত বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (০৬ নভেম্বর) সকালে ইইউ পররাষ্ট্রবিষয়ক ও সিকিউরিটি পলিসি প্রধানের ওই টুইট পোস্ট করে যুক্তরাষ্ট্র দূতাবাস নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লিখেছে "আমরাও একমত।"

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]