16930

05/08/2025 খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধানের চিঠি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জাতিসঙ্ঘ মানবাধিকার প্রধানের চিঠি

রাজ টাইমস ডেস্ক :

৮ নভেম্বর ২০২৩ ২০:০৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের বাইরে জরুরি চিকিৎসার জন্য মুক্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতি তিনি এই আহ্বান জানিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির এক খবরে বলা হয়েছে— ওই চিঠিতে তিনি (তুর্ক) বলেন, খালেদা জিয়ার মুক্তিকে ‘রাজনৈতিক সংলাপ ও সমঝোতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে দেখা হবে।

এমতাবস্থায় আমি আপনার সরকারের কাছে তার মুক্তির বিষয়টি বিবেচনা করে দেখার জন্য আবেদন করছি। এতে খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে তার জরুরি এবং বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করার সুযোগ পাবেন।

ভলকার তুর্ক অবৈধভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে আটক করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘এভাবে আটক করা হলে তা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে।’

লিভার সিরোসিস, ডায়াবেটিস এবং হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত মাসে তিন মার্কিন চিকিৎসক তার সার্জারি সম্পন্ন করেন। তার লিভার প্রতিস্থাপনের জন্য জার্মানিতে নিয়ে যেতে পরিবারের আবেদন প্রত্যাখ্যান করেছে সরকার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]