16999

04/30/2025 শ্রীলংকার সদস্যপদ স্থগিত করল আইসিসি

শ্রীলংকার সদস্যপদ স্থগিত করল আইসিসি

রাজ টাইমস ডেস্ক :

১০ নভেম্বর ২০২৩ ২১:৪৭

শ্রীলংকার সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগ এবং সে জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছিল।

শুক্রবার রাতে এক বিবৃতিতে এমনটি জানায় আইসিসি। বিবৃতিতে জানানো হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলংতার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল শ্রীলংকা।

আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

গত ২ নভেম্বর ভারতের বিপক্ষে ৩৫৮ রানের টার্গেট তাড়ায় মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ৩০২ রানের বিশাল ব্যবধানে হেরে যায় শ্রীলংকা। যে কারণে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী ক্ষুব্ধ হয়ে শ্রীলংকান ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গাকে দায়িত্ব দিয়ে আপদকালীন কমিটি গঠন করে দেয়।

ক্রিকেট বোর্ডের ওপর দেশটির ক্রীড়ামন্ত্রনালয়ের এমন হস্তক্ষেপ ভালোভাবে নেয়নি আইসিসি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]