17016

04/30/2025 বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্ট্রেলিয়ার ম্যাচে যে সমীকরণ

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে অস্ট্রেলিয়ার ম্যাচে যে সমীকরণ

রাজ টাইমস ডেস্ক :

১১ নভেম্বর ২০২৩ ১৭:৪১

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। টস হেরে আগে ব্যাট করে অজিদের সামনে ৩০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগাররা।

শনিবার (১১ নভেম্বর) পুনেতে স্থানীয় সময় সকাল ১১টায় মাঠে গড়ায় ম্যাচটি।

তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করা অস্ট্রেলিয়ার জন্য আজকের ম্যাচটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সেমির আগে এ ম্যাচটিকে ড্রেস রিহার্সেলের ম্যাচ বলা যেতে পারে। তবে টুর্নামেন্ট থেকে সবার আগে ছিটকে যাওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে হলে জিততে হবে টাইগারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি ম্যাচটিতে নাও জিতে তবুও আসন্ন টুর্নামেন্টটিতে কোয়ালিফাই করতে পারবে শান্ত-মিরাজরা। তার জন্য অবশ্য পরাজয়ের ব্যবধানটা কমাতে হবে।

পুনেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রান করে টাইগাররা। এই লক্ষ্য যদি অস্ট্রেলিয়া ২৫ ওভারের মধ্যে টপকে যেতে না পারে, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির পথ সহজ হয়ে যাবে টাইগারদের। এতে রেটিং পয়েন্টি এগিয়ে যাবে তারা। আর জিতলে ৬ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করবে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]