17027

04/30/2025 সমীকরণ মেলানোর ম্যাচে হেরেই গেলো পাকিস্তান

সমীকরণ মেলানোর ম্যাচে হেরেই গেলো পাকিস্তান

রাজ টাইমস ডেস্ক :

১১ নভেম্বর ২০২৩ ২২:৫৯

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অসম্ভব সমীকরণ মেলাতে হতো পাকিস্তানকে। সেটা তো পারেইনি বরং শেষ পর্যন্ত ম্যাচই হেরে গেছে বাবর আজমের দল। আজ কলকাতার ইডেন গার্ডেন্সের চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৯৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।

এদিন আগে ব্যাটিং করে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ব্যাট হাতে জনি বেয়ারস্টো ৫৯, জো রুট ৬০ ও বেন স্টোকস করেন ৮৪ রান। জবাবে ৬.৩ ওভার বাকি থাকতে ২৪৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ইংলিশদের হয়ে ৩ উইকেট নেন ডেভিড উইলি।

পাকিস্তানের লক্ষ্য ৩৩৮ রান

আগে ব্যাটিং করে ৩৩৭ রান করেছে ইংল্যান্ড। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৪ রান করেন বেন স্টোকস। এছাড়া জো রুট ৬০ ও জনি বেয়ারস্টো করেন ৫৯ রান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]