17060

04/30/2025 ৯ বছর পর কোহলির উইকেট, ভারতের টানা নবম জয়

৯ বছর পর কোহলির উইকেট, ভারতের টানা নবম জয়

রাজ টাইমস ডেস্ক :

১২ নভেম্বর ২০২৩ ২২:৩২

সেমিফাইনল আগেই নিশ্চিত হয়েছিল। ফলে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ভারতের জন্য ছিল স্রেফ নিয়মরক্ষার। কিন্তু এ ম্যাচেও পুরোশক্তির দল নিয়ে নামা ভারত দাপুটে জয় তুলে নিয়েছে।

৯ বছর পর এই ম্যাচে ওয়ানডেতে উইকেটের দেখা পান বিরাট কোহলি। নেদারল্যান্ডস অধিনায়ক স্টক এডওয়ার্ডস কোহলির শিকার হয়ে ফেরেন। এমনকি রোহিত শর্মার উইকেট পেয়েছেন।

আজ চলতি বিশ্বকাপে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে ভারত। এবারের আসরে এটা রোহিত শর্মার দলের টানা নবম জয়। এদিন আগে ব্যাটিং করে শ্রেয়াস আয়ার-কে এল রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৪১০ রান করে ভারত। জবাবে ২.১ ওভার বাকি থাকতে ২৫০ রানে গুটিয়ে যায় ডাচরা।

আগামী ১৫ই নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডস।

৪১০ রানে থামলো ভারত

চলতি বিশ্বকাপে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৪১০ রান করেছে ভারত।

ব্যাট হাতে সেঞ্চুরি করেন শ্রেয়াস আয়ার ও কে এল রাহুল। আয়ারের ব্যাট থেকে আসে ১২৮ আর রাহুল করেন ১০২ রান। এছাড়া রোহিত ৬১, গিল ও বিরাট ৫১ রান করেন। ডাচরা এই ম্যাচ হারলে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করবে বাংলাদেশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]