17085

05/07/2025 বুধ-বৃহস্পতিবার ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

বুধ-বৃহস্পতিবার ফের ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

রাজ টাইমস ডেস্ক :

১৩ নভেম্বর ২০২৩ ১৭:৫২

আগামীকাল বিরতি দিয়ে বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ নভেম্বর) দেশব্যাপী নতুন করে ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি, নেতাকর্মীদের হত্যা এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হলো। সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

এ নিয়ে পঞ্চম দফায় অবরোধের ডাক দিল বিএনপি।

জামায়াতে ইসলামী এবং অন্যান্য সমমনা দলগুলোও একই ধরনের কর্মসূচি ঘোষণা করতে পারে।

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হতে যাচ্ছে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পরদিন ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। এরপর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।

দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াতসহ সমমানা বিরোধীদলগুলো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]