1717

05/04/2024 রোহিঙ্গা শরণার্থীরা উপেক্ষিত হচ্ছে

রোহিঙ্গা শরণার্থীরা উপেক্ষিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

৩ নভেম্বর ২০২০ ২১:৩৫

জেরেমি কোরবাইন

পৃথিবীতে যারা নিগৃহীত, রাজনৈতিক ভাবে দুর্গতের শিকার কিংবা মানবাধিকার থেকে বঞ্চিত তাদের প্রতি সহানুভূতি প্রকাশে কার্পণ্য করা কখনোই উচিত নয়।

আমরা যারা অং সাং সূচির জন্য কথা বলেছি, তাকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছি, তাকে মুক্তির দাবি জানিয়েছি আমাদের উচিত একই ভাবে রোহিঙ্গাদের জন্য কথা বলা, তাদের জন্য প্রতিবাদ করা।

প্রতীয়মানভাবে, বাংলাদেশে দশ লক্ষ রোহিঙ্গার বসবাস যারা নিজ ভূমি মায়ানমার থেকে বিতাড়িত।

মধ্যপ্রাচ্যে কি হচ্ছে সেদিকে বিশ্ববাসীর নজর রয়েছে। এখানকার শরণার্থীরা ইউরোপ প্রবেশের চেষ্টায় রয়েছে। তাদের যা সুযোগ পাওয়ার কথা তা তারা পাচ্ছে না।

কিন্তু রোহিঙ্গা ইস্যু বিশ্ব দরবারে বারবার অবহেলিত। তারা তাদের জন্য একটি নিরাপদ আবাসভূমি চায়। এই সব বিষয় বিশ্ব আলোচনায় নিয়ে আসা উচিত।

আমাদের রোহিঙ্গা ক্যাম্পে বেশী আর্থিক সহায়তা দেয়া উচিত। কিন্তু তাদের এই দুর্দশার পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকেও মনোযোগী হওয়া উচিত। তাদের অধিকার, তাদের ভাষা এবং তাদের বিশ্বাসকে পদদলিত করা হচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাতিগত নির্মূলের মত মায়ানমারের এমন অবস্থানের আসল কারণ বের করা। যদি তা না হয় তাহলে এদের ভবিষ্যৎ কি?

লেখক: যুক্তরাজ্যের ইসলিংটন নর্থ পালার্মেন্টের সদস্য।

(লিখাটি আল-জাজিরায় প্রকাশিত)

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]