17184

05/07/2025 পিটার হাসের অবস্থান প্রকাশ করবে না সরকার

পিটার হাসের অবস্থান প্রকাশ করবে না সরকার

রাজ টাইমস ডেস্ক :

১৬ নভেম্বর ২০২৩ ২০:২০

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন সরকার তা জানে। কিন্তু এ তথ্য কোথাও প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সেহেলী সাবরিন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় গেছেন, সেটা অবগত সরকার। তবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাংলাদেশের বাইরে অবস্থানের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হবে না।

এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে যেসব বিদেশী রাষ্ট্রদূত আছেন, তারা স্টেশন ত্যাগ করার সময় জানিয়ে যান। কূটনৈতিকপত্রের মাধ্যমে তারা বিষয়টি আমাদের জানান। আবার আমাদের রাষ্ট্রদূতরাও যখন স্টেশন ত্যাগ করেন, হোস্ট কান্ট্রিকে জানিয়ে যান।

পিটার হাস কোথায় গেছেন, আপনারা (সাংবাদিকরা) মার্কিন দূতাবাসে এ বিষয়ে জানতে পারেন বলে জানান সেহেলী সাবরিন।

একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রদূত পিটার হাস দুপুরে পূর্ব নির্ধারিত ছুটিতে শ্রীলঙ্কার কলম্বোয় গেছেন। তবে, আনুষ্ঠানিকভাবে মার্কিন দূতাবাস এ ব্যাপারে কিছু জানায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]