17189

05/06/2025 টেকনাফে মাটিচাপায় একই পরিবারের ৪ জন নিহত

টেকনাফে মাটিচাপায় একই পরিবারের ৪ জন নিহত

রাজ টাইমস ডেস্ক :

১৭ নভেম্বর ২০২৩ ১১:০৬

কক্সবাজারের টেকনাফ হ্নীলায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় নিহতদের মধ্যে আছে তাদের মা-সহ, এক ছেলে ও দুই মেয়ে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাটির ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গেছেন। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে বলেও জানান ওসি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]