17244

04/30/2025 চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার ও ১১ কেজির ট্রফি

চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার ও ১১ কেজির ট্রফি

রাজ টাইমস ডেস্ক :

১৯ নভেম্বর ২০২৩ ১৩:১৩

সব আয়োজন শেষ। এখন অপেক্ষা শেষের। দীর্ঘ ছয় সপ্তাহের লড়াই শেষ হবে আজ। নির্ধারিত হবে পরবর্তী চার বছর ক্রিকেট বিশ্বের রাজা।

ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের জন্য ৪০ লাখ ডলার প্রাইজমানির চেক প্রস্তুত হয়ে যাবে। রানার্স আপ দল পকেটস্থ করবে ২০ লাখ ডলার।

সেমিফাইনালে হারা প্রতি দলের জন্য রয়েছে ৮ লাখ ডলার। আর গ্রুপ পর্বে খেলা প্রতি দলের জন্য এক লাখ ডলার। অর্থের বিষয়টা এখানে শেষ নয়। গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য প্রত্যেক দল অতিরিক্ত ৪০ হাজার ডলার করে পেয়েছে। টুর্নামেন্টের মোট প্রাইজমানি এক কোটি ডলার।

অর্থের হিসাবের পর চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি। ৬০ সেন্টিমিটার উচ্চতার ট্রফিটির ওজন একবারে কম নয়, ১১ কেজি। ট্রফিতে একটি গ্লোব রয়েছে, যা ক্রিকেট বলের প্রতিনিধিত্ব করছে। এছাড়া ট্রফিতে তিনটি করে নয়টি কলাম রয়েছে। এই কলামগুলো ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করছে। ট্রফিটির ডিজাইন করেন পল মার্সডেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]