17292

04/30/2025 বাংলাদেশ ম্যাচ কঠিন হবে: লেবানন কোচ

বাংলাদেশ ম্যাচ কঠিন হবে: লেবানন কোচ

রাজ টাইমস ডেস্ক :

২০ নভেম্বর ২০২৩ ২৩:২২

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ তে নাস্তানাবুদ হওয়ার পর, কাল ঘরের মাঠে র‌্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে থাকা লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল পৌনে ৬টায় ম্যাচ।

এর আগে সোমবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে অভিহিত করেছে লেবানন।

স্বাগতিক বলেই বাংলাদেশকে যথেষ্ট সমীহ করেই মাঠে নামার কথা বলেছেন। কোচ বলেন, ‘বাংলাদেশ হোম কন্ডিশনে খেলবে। উন্নতমানের স্প্যানিশ কোচের অধীনে তারা ভালো ফুটবল খেলছে। আমরা একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছি। স্বাগতিক দল অনেক বেশি উজ্জীবিত থাকবে, ম্যাচটা তাই কঠিন হবে বলেই মনে হয়।’

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন অস্ট্রেলিয়ার হারটাকে ভুলিয়ে দলকে তিনি এই ম্যাচের জন্য প্রস্তুত করেছেন। বলেছেন, ‘এখন অস্ট্রেলিয়ায় কী হয়েছে, সেটা ভুলে আমরা আগামীকাল ম্যাচটি খেলতে মুখিয়ে আছি।

সাফে ওদের বিপক্ষে খেলার আগে ছেলেরা একটু ভীত ছিল। তবে ওরাই প্রমাণ করেছে যে এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে। আমরা কাল ৩ পয়েন্টের লক্ষ্য নিয়েই ঝাঁপাব।’

অধিনায়ক জামাল ভুঁইয়াও জয় চান। তিনি জানান, ‘আমরা যদি লেবাননকে হারাতে পারি, তবে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করব। তখন আগামী পাঁচ মাস আর কেউ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কথা বলবে না।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]