17311

05/06/2025 দ্বাদশ সংসদ নির্বাচন: বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

দ্বাদশ সংসদ নির্বাচন: বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ল

রাজ টাইমস ডেস্ক :

২১ নভেম্বর ২০২৩ ২০:৪২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদনের সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত অক্টোবরে ইসি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন আহ্বান করেছিল। আগ্রহীদের ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছিল।

অশোক কুমার জানান, সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইসি আবেদনের সময় বাড়িয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ সংক্রান্ত আবেদন করেছে। ইসি ৭ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

অশোক কুমার আরও জানান, এখন পর্যন্ত ১২টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের আবেদন পেয়েছে ইসি। এর মধ্যে সংস্থা আছে চারটি।

এখন পর্যন্ত ৪৪ জন পর্যবেক্ষক/সাংবাদিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন জানিয়েছেন বলে ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]