17327

04/30/2025 ঘটন-অঘটনের ম্যাচে মারাকানায় ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

ঘটন-অঘটনের ম্যাচে মারাকানায় ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

রাজ টাইমস ডেস্ক :

২২ নভেম্বর ২০২৩ ০৯:৩৯

বিশ্বকাপ বাছাইপর্বে এটি ব্রাজিলের টানা তৃতীয় হার। পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে নেমে গেছে সেলেসাওরা। আর শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে ব্রাজিল। ৬৯ বছর পর এই স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচ হারল সেলেসাওরা। ২০২১ কোপা আমেরিকার ফাইনালের পর আবারও মারাকানায় ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বে এটি ব্রাজিলের টানা তৃতীয় হার। পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে নেমে গেছে সেলেসাওরা। আর শীর্ষে উঠেছে আর্জেন্টিনা।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই টানটান উত্তেজনার হাতছানি, যার প্রতিফলন ঘটল এই ম্যাচেও। মাঠের খেলা শুরুর আগেই মাঠের বাইরে অঘটন দিয়ে শুরু, জাতীয় সঙ্গীত চলাকালীন গ্যালারিতে আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে গোলমাল বাঁধে ব্রাজিল পুলিশের। আলবিসেলেস্তে সমর্থকদের লাঠিপেটাও করতে দেখা যায় ব্রাজিলের পুলিশকে।

যা দেখে খেলা শুরু না করে লিওনেল মেসি তার দলবল নিয়ে এগিয়ে যান নিজেদের সমর্থকদের বাঁচাতে। পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর শুরু হয় খেলা। তবে সেখানেও উত্তেজনার কমতি ছিল না। বিশেষ করে আগের দুই ম্যাচেই হারা ব্রাজিল একটু বেশিই উন্মুখ ছিল এই ম্যাচ যেকোনো মূল্যে জেতার জন্য।

মাঠে নিজেদের মাথা ঠান্ডা রাখতে পারেননি সেলেসাও খেলোয়াড়রা। মোট ২৬টি ফাউল করেছেন তারা। ৮২ মিনিট জোয়েলিনটন সরাসরি লাল কার্ড দেখেছেন, এছাড়া হলুদ কার্ড দেখেছেন আরও তিন ব্রাজিলিয়ান। এতকিছুর মধ্যে ফুটবলে জেতার জন্য আসল যে কাজ করতে হয়, সেই গোলটি পেয়েছে আর্জেন্টিনাই।

৬৩ মিনিটে লো সেলসোর অ্যাসিস্ট থেকে নিকোলাস ওতামেন্দি করেন ম্যাচের একমাত্র গোলটি। সেটিই শেষ পর্যন্ত তিন পয়েন্ট এনে দেয় বিশ্বচ্যাম্পিয়নদের। আগের দুই ম্যাচে কলম্বিয়া ও উরুগুয়ের কাছে হারের পর চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বেশ চাপে পড়েছে ব্রাজিল।

মারাকানায় ১৯৫৪ সালে সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্বের কোনো ম্যাচ হেরেছিল সেলেসাওরা। ৬৯ বছর সেই স্মৃতি আবারও ফিরিয়ে আনলেন লিওনেল মেসি-রদ্রিগো দি পলরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]