17524

05/07/2025 নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে: ইসি সচিব

নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে: ইসি সচিব

রাজ টাইমস ডেস্ক :

৩০ নভেম্বর ২০২৩ ২২:৪৫

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সচিব বলেন, দেশের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মোট ২৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হয়েছে।

তবে কোন কোন দল নির্বাচনে অংশ নিচ্ছে সে বিষয়ে তাৎক্ষণিক তিনি বিস্তারিত জানাতে পারেননি।

এর আগে দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই। প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা শুক্রবার কয়টি দল কোন কোন আসনে মোট কতজন প্রার্থী অংশগ্রহণ করছে তা বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]