17529

05/07/2025 বাংলাদেশের নির্বাচন যেন সবার কাছে স্বীকৃতি পাওয়ার মতো হয়

বাংলাদেশের নির্বাচন যেন সবার কাছে স্বীকৃতি পাওয়ার মতো হয়

রাজ টাইমস ডেস্ক :

১ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৫

সবার কাছে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। বুধবার সংস্থাটির সদর দপ্তরে ‘প্যাসিফিক আইল্যান্ড ফোরাম’ ও কপ-২৮ উপলক্ষে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস।

তাকে এক সাংবাদিক বাংলাদেশে একতরফা নির্বাচন আয়োজনের তফসিল ঘোষণা, বিরোধী নেতাকর্মীদের আটক, হত্যাসহ নানাভাবে নির্যাতন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সমঝোতার আহ্বান প্রত্যাখান প্রসঙ্গে প্রশ্ন করেন। ওই প্রশ্নের জবাবে ফ্রান্সিস বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। আমি আশা করবো সেই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে দেশটির আসন্ন নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠু হয়। পাশাপাশি এই নির্বাচন যেন সবার কাছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হিসেবে স্বীকৃতি পাওয়ার মতো হয়।

এটি হবে বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে সবচাইতে ভালো পদক্ষেপ। আমি মনে করি, নির্বাচন সুষ্ঠু হলে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্ষা এবং বৃদ্ধির ক্ষেত্রে সম্ভাবনা আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য গণতন্ত্র অত্যন্ত জরুরি একটি বিষয়। বাংলাদেশের এখন এজেন্ডা-২০৩০ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপায়ে স্থিতিশীল উন্নয়ন অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা প্রয়োজন। তাই বাংলাদেশের নির্বাচনের জন্য শুভ কামনা থাকলো।

উল্লেখ্য, ডেনিস ফ্রান্সিস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম সভাপতি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]