17536

05/06/2025 বিরোধী দলের অনুপস্থিতিতে অনেক দেশেই নির্বাচন হয়: কাদের

বিরোধী দলের অনুপস্থিতিতে অনেক দেশেই নির্বাচন হয়: কাদের

রাজ টাইমস ডেস্ক :

১ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেন চলছে। কারো বাধায় কোথাও আর থামবে না। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। নির্বাচন হবে।

এছাড়া বিরোধী দলের অনুপস্থিতিতে অনেক দেশেই নির্বাচন হয় জানিয়ে তিনি বলেন, দুই একটি দল না আসলে নির্বাচন অবৈধ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। ৩০টি নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এটি একটি বিরাট সাফল্য। শুক্রবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার মনে হয় বহুদিন পর আজ সারা দেশে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। যে নির্বাচনে প্রধান বিরোধীদল নেই, কিন্তু নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনে মনোনয়ন জমা দেয়া থেকে শুরু করে সরকারিভাবে মনোনয়নপত্র জমা দেয়া, এসব অনুষ্ঠানগুলো ছিল চোখে দেখার মতো।

তিনি আরও বলেন, নির্বাচন বলতে আমরা কি বুঝি, নির্বাচন হলো যে, জনগণের অংশগ্রহণে উৎসবমুখর যে নির্বাচন সেটাই সত্যিকারের নির্বাচন। জনগণের অংশগ্রহণে নির্বাচন হলো গ্রহণযোগ্য নির্বাচন।

কে নির্বাচনে আসলো, বা আসলো না সেটা বড় কথা না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]