17577

04/30/2025 ফ্রান্সকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল জার্মানি

ফ্রান্সকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল জার্মানি

রাজ টাইমস ডেস্ক :

৩ ডিসেম্বর ২০২৩ ০৯:২৫

বড়দের বিশ্বকাপ চারবার জিতলেও এই টুর্নামেন্টে এটিই জার্মানদের প্রথম শিরোপা।

নিজেদেরকে দুর্ভাগা ভাবতেই পারেন ফ্রান্সের ফুটবলাররা। বড়দের বিশ্বকাপের পর এবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালেও যে হারতে হয়েছে লা ব্লুজদের। আর দুই ফাইনালেই হারের ধরন একই রকমের বলা চলে।

ফ্রান্সকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। বড়দের বিশ্বকাপ চারবার জিতলেও এই টুর্নামেন্টে এটিই জার্মানদের প্রথম শিরোপা।

বড়দের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ২-২ গোলের সমতা ফিরিয়েছিল ফ্রান্স। এরপর আবার পিছিয়ে পড়ে ৩-৩ সমতাও আনে তারা। শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় লা ব্লুজদের।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালেও যেন একই চিত্রনাট্য দেখা গেল। ২-০ গোলে এগিয়ে যায় জার্মানি, গোল দুটি করেন ব্রুনার ও দারভিচ, এরপর ২-২ গোলের সমতা ফেরায় ফ্রান্স, তাদের হয়ে গোল করেন বোউয়াব্রে ও আমাগোউ। কিন্তু টাইব্রেকারে আর পারেনি ফ্রান্স। এমবাপ্পে-জিরুদের ভাগ্যই মেনে নিতে হয় ছোটদেরও।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]