05/06/2025 মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্রই বাতিল
রাজ টাইমস ডেস্ক :
৩ ডিসেম্বর ২০২৩ ২১:০৯
মানিকগঞ্জে জাতীয় পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির দায়ে দুই জন এবং গ্যাস বিল বকেয়ার কারণে এক জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়নি। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আক্তার আজ এ সিদ্ধান্ত জানান।
ঋণ খেলাপি দায়ে মনোনয়ন বাতিল হয়েছে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এস এম আব্দুল মান্নান ও মানিকগঞ্জ-১ ও মানিকগঞ্জ-৩ আসনের জহিরুল আলম রুবেলের।
অন্যদিকে বাড়ির গ্যাস বিল বকেয়া থাকায় মনোনয়ন বাতিল হয়েছে মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদের। মানিকগঞ্জের ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে ২১ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। অন্য ১২ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বৈধ হিসেবে গণ্য হয়নি। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন।