17608

12/26/2025 নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

রাজ টাইমস ডেস্ক :

৪ ডিসেম্বর ২০২৩ ১০:১৪

নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় ভিআইপি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শহরের বড়হরিশপুর এলাকায় এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিআইপি হোটেলের পাশে রাখা সামি জনি পরিবহনের ২টি এবং রাজকীয় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাস ৩টিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।

পরে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টার চেষ্টায় রাতে সাড়ে ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই দুটি বাস সম্পূর্ণ ও একটি বাস আংশিক পুড়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছিম আহম্মেদ জানান, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নাশকতার উদ্দেশ্যে সড়কের পাশে থেমে থাকা বাসে আগুন দেয়া হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]