05/06/2025 রাজশাহীর ৬টি আসনে ৩৮ জনের প্রার্থিতা চূড়ান্ত
রাজ টাইমস
৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৩৬
রাজশাহীর ৬টি আসনে ৩৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সোমবার বিকালে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। রাজশাহী-১ আসনে ৭টি, রাজশাহী-২ আসনে ৭টি, রাজশাহী-৩ আসনে ৭টি, রাজশাহী-৪ আসনে ৪টি, রাজশাহী-৫ আসনে ৬টি এবং রাজশাহী-৬ আসনে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
গত রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। এতে দলীয় মনোনয়ন না পাওয়া তিনজন এমপিরই মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ গণমাধ্যমকে জানান, রাজশাহীর ৬টি আসনের জন্য মোট ৬০ জন মনোনয়নপত্র দাখিল করেন। রোববার যাচাই-বাছাই শেষে ৩৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। একইসঙ্গে ১৭টি বাতিল ও ৭টি পেন্ডিং রাখা হয়েছিল। পেন্ডিং রাখা সাতজনের মধ্যে দুইজন তাদের বৈধ কাগজপত্র জমা দিয়েছেন। ফলে চূড়ান্তভাবে ৩৮টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর বাতিল হয় ২২ জনের মনোনয়ন। তবে যে ২২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনীত ওমর ফারুক চৌধুরী এমপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আল-সাআদ, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নুরুন্নেসা, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তিজোট প্রার্থী বশির আহমেদ, জাতীয় পার্টি থেকে শামসুদ্দীন মণ্ডল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) শামসুজ্জোহা বাবু।
রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থীরা হলেন- ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জাসদের আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, বিএনএমের কামরুল হাসান, মুক্তিজোট প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মারুফ শাহরিয়ার।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র আয়েন উদ্দিন এমপি, বিএনএমের একেএম মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির সোলাইমান হোসেন ও আব্দুস সালাম খান, বিএনএফের বজলুর রহমান ও এনপিপির সইবুর রহমান।
রাজশাহী-৪ (বাগমারা) আসনের বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, স্বতন্ত্র এনামুল হক এমপি, জাতীয় পার্টির আবু তালেব প্রামাণিক ও বিএনএমের সাইফুল ইসলাম রায়হান।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা, স্বতন্ত্র প্রার্থী ডা. মনসুর রহমান এমপি, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন, গণফ্রন্টের প্রার্থী মোখলেসুর রহমান, জাকের পার্টির শরিফুল ইসলাম ও বিএনএমের প্রার্থী শরিফুল ইসলাম।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে প্রার্থী হলেন- আওয়ামী লীগের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, স্বতন্ত্র রায়হানুল হক, বিএনএমের প্রার্থী আব্দুস সামাদ, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির রিপন আলী, এনপিপির মোহসীন আলী এবং জাসদের জুলফিকার মান্নান জামি।