17625

04/30/2025 বোনাস এখন নয়, সিরিজ জিতলে দেওয়া হবে: পাপন

বোনাস এখন নয়, সিরিজ জিতলে দেওয়া হবে: পাপন

রাজ টাইমস ডেস্ক :

৫ ডিসেম্বর ২০২৩ ০৯:১৪

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জেতার পর ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, কাজ কেবল অর্ধেক হয়েছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনও যেন বোনাস দেওয়ার ক্ষেত্রে একই কথা বলতে চাইলেন। জানালেন, সিরিজ জিতলেই বোনাস দেওয়া হবে।

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে নৈশভোজে অংশ নেন পাপন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা (ক্রিকেটাররা) শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল, আমি বলেছি ওটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় পাবে, এটাতে কোনো সন্দেহ নাই। ’

পাপন বলেন, ‘এখানে সিরিজটা প্রথম ম্যাচ সিলেটে হয়েছে যেখানের উইকেটটা ভালো ছিল। এখানে আমাদের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন, দুনিয়ার অন্যতম সেরা সে। ওখানে ব্যাটারদের জন্য ছিল, স্পিনারদের জন্য ছিল, পেসারদের জন্যও ছিল, বাউন্সও ছিল, সবেই ছিল। এরকম সাধারণত আমরা দেখি নাই।

এর আগে কিন্তু এরকম উইকেট দেখিনি, এটা স্বীকার করতেই হবে। ’

দ্বিতীয় টেস্ট নিয়ে তিনি বলেন, ‘পরেরটা (ম্যাচ) হচ্ছে মিরপুর। মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল উইকেট তো আর নাই। তো স্বাভাবিকভাবেই দুটো অপশন সিরিজ জেতার জন্য, একটা হচ্ছে খেলে জেতা আরেকটা হচ্ছে ড্র। ওটাই বললাম এখানে মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। ’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]